একদিন এক ঘটনা ঘটলো এ কুমারী মা তিনি একটি অফিসে চাকরি করতেন একদিন তার অফিস ছুটি হতে অনেক দেরি হয়ে গেছে তিনি ভাবছেন রাত হয়ে গেল কি করে যাব।ওই মা পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এত নিষ্ঠ ভক্ত এবং দয়ালের সদ দীক্ষায় দীক্ষিত এবং তিনি যজন যাজন ইষ্টভৃতি পরায়ন হয়ে চলছিলেন।
তিনি রাস্তায় গাড়ি পাবেন কিনা অর্থাৎ অটো বাস পাবেন কিনা এই কথা চিন্তা করতে করতে ঠাকুরকে স্মরণ করে চলেছেন।কিছুক্ষণ পর তিনি রাস্তায় এসে পৌঁছালেন।তখন তিনি দেখলেন একটি অটো আসছে তিনি ওই অটোর দিকে দাঁড় করিয়ে ওই অটোতে চেপে পড়লেন তিনি দেখলেন অটোতে আর কোন প্যাসেঞ্জার নেই তারপর খুব রাত হয়ে গেছে তিনি ভয়ে ভয়ে শ্রী ঠাকুরের নাম ধারণ করতে করতে ওই অটোতে চলেছেন।অটোতে যাবার সময় তিনি দেখলেন ড্রাইভারটি লুকিং গ্লাস দিয়ে ওই মাটির দিকে তাকিয়ে আছে তখন ওই মাটি ভয় পেতে শুরু করলেন।এবং তিনি পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শরণাপন্ন হয়ে ঠাকুরের নাম করতে লাগলেন।
এই মা দেখেছেন খবরের কাগজে কত নাকি ঘটনার কথা।সেই ভেবেই তিনি বেশি ভয় করছিলেন।তিনি বাড়ির কাছে আসা মাত্রই নিজের ভাড়াটি দিয়ে গেট খুলে ছুটে বাড়ির দিকে ঢুকে গেলেন ।
এদিকে ড্রাইভার চিৎকার করতে লাগলো আর একজনের ভাড়া কে দেবে বাড়ির লোক চিৎকার চেঁচামেচি শুনে ওই মাটির বাবা-মা বাইরে বেরিয়ে এসে অটো ড্রাইভার এর কাছে গেলেন।অটো ড্রাইভার বলল উনি একজনের ভাড়া দিয়েছেন আর একজনের ভাড়া দেননি।তখন তারা বললেন আমার মেয়ে একাই এসেছে তখন ওই ড্রাইভার বলল দুজন ছিল।
তখন তারা ওই ড্রাইভারকে বোঝাবার জন্য বাড়ির ভিতরে নিয়ে গেলেন।তারা বললেন আমার মেয়ে একাই ছিল।তখন ওই অটো ডাইভার দেওয়ালের দিকে লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ছবিটি দেখে বলল এইতো এই মানুষটি ছিল।
তখন তারা সব বুঝতে পারলেন _পরম দয়াল শ্রীশ্রী ঠাকুরের যজন যাজন ইষ্টভৃতি পরায়ন হয়ে চললে শ্রী শ্রী ঠাকুর সব সময় মানুষকে রক্ষা করেন।
তখন তারা পরম দয়াল শ্রীশ্রী ঠাকুরের কথা ওই ড্রাইভারটি কে বলেন ওই ড্রাইভারটি সব শুনে শ্রী শ্রী ঠাকুরের সৎ নাম গ্রহন করতে রাজি হয়। এবং পরবর্তীকালে ওই ড্রাইভারটি শ্রী শ্রী ঠাকুরের সৎ নাম গ্রহণ করে যজন যাজন ইষ্টভৃতি পরায়ন হয়ে চলতে থাকে।
এই হচ্ছেন আমাদের ঠাকুর যুগো পুরুষোত্তমম্ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র।প্রত্যেকটি মানুষ আজ পরম দয়ালের সৎ নাম গ্রহণ করে যজন যাজন ইষ্টভৃতি পরায়ন হয়ে চলছে এবং প্রত্যেকেই তার কিপা লাভ করছেন।