রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম রহস্য ও জন্ম মহোৎসব

 


 


বাংলার  1295 বঙ্গাব্দে  শুক্রবার 30 শে ভাদ্র তাল নবমী তিথিতে যুগো  পুরুষোত্তম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সকাল 7টা05 মিনিটে পাবনার হিমায়েতপুরে মাতা মনমোহিনী দেবীর কোল আলো করে  ধরাধামে অবতীর্ণ হন।

পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রতিবছর দেওঘর আশ্রমে জন্ম মহোৎসব পালিত হয়।সাধারণত বছরের শেষ ভাগে এই উৎসব পালিত হয়।

 এবছর করোনাভাইরাস বিশ্ব মহামারীর রূপ নেওয়ায় দেওঘর আশ্রম এবং শ্রী শ্রী ঠাকুরের সমস্ত কেন্দ্র মন্দিরে  ঠাকুরের সব রকমের উৎসব থেকে সকলকে বিরত থাকার জন্য আদেশ এসেছে।

দুই হাজার কুড়ি (2020) সালে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব তৎসহ ঋত্বিক কনফারেন্স 28 ও 29 অক্টোবর ঘোষিত হলোও কোন প্রকার অনুষ্ঠান দেওঘর আশ্রমে  অনুষ্ঠিত হওয়া সম্ভাবনা নেই বলেই মনে হয়।

 এই করোনাভাইরাস বিশ্ব মহামারীর হাত থেকে যতদিন না রক্ষা পাচ্ছি কোন প্রকার অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনাই বেশি।  

যদি করোনাভাইরাস এর টিকাকরণ সমস্ত বিশ্ববাসীকে দেওয়া সম্ভব হয় তাহলেই সকল প্রকার অনুষ্ঠান করার আর কোনো বাধা থাকবে না। 

আশা করছি আগামী বছর অর্থাৎ 2021 সাল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কৃপায় ঠাকুরের জন্ম মহোৎসব দেখার সুযোগ আমরা সকলেই পাব।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...