মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

ঠাকুরের পঞ্চনীতি _যজন যাজন ইষ্টভৃতি সস্ত্যয়নী ও সদাচার


 শ্রী শ্রী ঠাকুরের পঞ্চনীতি
_ যজন যাজন ইষ্টভৃতি সস্ত্যয়নী ও সদাচার।পাঁচটি নীতি কেই পঞ্চনীতি বলা হয়।                                                                 যজন কি?  যজন হোলো ঠাকুর সম্বন্ধে জানা । ঠাকুর সম্বন্ধে জানতে গেলে ঠাকুরের অমিও গ্রন্থ ঠাকুর সম্বন্ধে আলোচনা বা ঠাকুরবাড়িতে যাওয়া তাহলেই যজন হবে।                                                              যাজন কি? যাজন হল যজন এর মাধ্যমে আমরা ঠাকুর সম্বন্ধে যা জানলাম তা অন্যের কাছে প্রকাশ করা।                         যাজন করতে গেলে যজন অবশ্যই প্রয়োজন।                                                                                             শ্রীশ্রী ঠাকুর তাই বললেন যজন বিনা যাজন দুধ ছাড়া মাখন।                                                                        ইষ্টভৃতি কি? প্রত্যহ জল গ্রহনের পূর্বে ঠাকুরের ভোগের জন্য যৎকিঞ্চিৎ যে অর্ঘ্য তুলে রাখা হয়।এবং 30 দিনে স দক্ষিণা সহ ঠাকুর সকাশে পেরন করা হয় তা হল ইষ্টভৃতি। এই ইস্টভৃতি করার সঠিক সময় ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ ব্রম্ভ মহুর্তে।                                                                    সস্ত্যযনী কি? সস্ত্যযনী কথাটা এসেছে স্বস্ত্যয়ন কথা । যা হলো প্রকৃষ্ট ভাবে বেঁচে থাকার পথ।সস্ত্যয়নী হল একটি ব্রত বিশেষ।এই সস্ত্যয়নীর আবার পাঁচটি নীতি আছে। {1}শরীরকে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে সুস্থ ও সহন পটু করে তুলতে হবে।{2}মনের কোনে যখনই যেকোনো প্রবৃত্তি উকি মারুক না কেন তাকে ইষ্টস্বার্থ ও ইষ্টপ্রতিষ্ঠার অনুকূলে নিয়ন্ত্রিত করতে হবে। {3}যে কাজে যখনই যা ভালো বলে মনে হবে তা কাজে ফুটিয়ে তুলতে হবে।{4} পারিপার্শ্বিকের বাঁচা -বাড়াকে নিজের এই বাঁচা বাড়ার স্বার্থজ্ঞেনে তাদের যা জনসেবায় ইস্টে আকৃষ্ট ও যুক্ত করে উন্নত চলৎশীল করে তুলতে ওহবে।{5}আর চাই নিজের কর্মশক্তি উদ্ভাবনী বুদ্ধি ও অর্জনপটুতাকে বাড়িয়ে তুলে নিত্য বিধি মাফিক অর্ঘ্য নিবেদন।এই আচরণগুলোর পালন করলেই সস্ত্যযনী পালন করা হয়।                                         সদাচার কি? সদাচার হল নিজে এবংপারিপার্শ্বিক  কে বাঁচার জন্য কিছু আচরণ।যেমন মলমূত্র ত্যাগ করার পর ভালো করে সোচকার্য করে সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে।  কোমর পর্যন্ত জল দিয়ে ধুতে হবে।নাকে মুখে হাত দিলে সঙ্গে সঙ্গে হাত ধুতে হবে।   


                    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...