পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাংলার 1295 বঙ্গাব্দে 30 শে ভাদ্র শুক্রবার তাল নবমী তিথিতে সকাল 7 টা 5 এ পিতা শিবচন্দ্র গৃহ আলো করে এই ধরাধাম কে রক্ষা করার জন্য নর রূপে পৃথিবীতে অবতীর্ণ হলেন । ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র খিলখিল করে হাসতে থাকেন।তার হাসির ছটায় ওই বাড়িতে আগুন লেগেছে বলে সকলে যে যা পেরেছে তাতে করে জল নিয়ে ছুটে আসছে।সকলে দেখে ছোট্ট শিশু খিলখিল করে হাসছে।তার রূপের ছটায় ওই বাড়ি আলোকিত হয়েছে। তখন মাতা মনমোহিনী দেবী অচৈতন্য অবস্থায় ছিলেন। এবং ঢাইমা নিদ্রামগ্ন ছিলেন। রামকৃষ্ণদেব যখন এই ধরাধাম ছেড়ে যাচ্ছেন,তিনি বললেন পর্ষদ এর জন্য আমি কিছু দিয়ে যেতে পারলাম না আমি খুব শীঘ্রই আসছি বায়ু কোণে যার প্রথম অক্ষর অ দিয়ে শুরু। এই হলো পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর এর জন্ম বৃত্তান্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন