সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।

 অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তান হয় না।তাদেরকে বন্ধ্যা হিসাবে বিবেচনা করা হয়।অনেক মানুষ তাদেরকে খুব একটা ভালো চোখে দেখেন না।অনেক কটু কথা বলতে থাকেন।

আবার অনেক মায়েদের বারে বারে মেয়ে সন্তানের জন্ম দেন। ওই মায়ের শ্বশুর বাড়ির লোক অনেক গঞ্জনা  দিয়ে থাকেন।এমনকি বিভিন্ন বৈজ্ঞানিক উপায় দারা ওই ভ্রুন নষ্ট করে দেন।ওই মা খুবই কষ্ট পান কিন্তু শ্বশুরবাড়ির অত্যাচারের ভয়ে সব সহ্য করে  থাকেন।

 শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এর হাত থেকে বাঁচার জন্য একটি তুক দিলেন।

 মায়েদের ঋতুস্নানের দিন ভালো করে স্নান করে ভিজে কাপড়ে এবং ভিজে চুলে একটি বাটায় এক সিকি অশ্বগন্ধার মূল বেটে দুধ মিশিয়ে খেতে হবে। লক্ষ রাখতে হবে ঐ বাটায় যেন ঝাল দ্রব্য না থাকে। এটি মাসে এক বার খেতে হবে।

এতে মাযেদের জরায়ু সুগঠিত হয়। স্নাযুবিক দুরর্বলতা কাটে এবং পুত্র সন্তানের জন্ম দিতে সক্ষম হন।

তবে সু-সন্তান পেতে হলে পিতা-মাতার কিছু করণীয় কর্তব্য আছে।পিতার উচিত ছেলের কাছে মায়ের প্রশংসা করা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন মাতৃি ভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। অর্থাৎ মায়েদের প্রতি টান থাকলে সেই ছেলে সু সন্তান হবে।আবার মায়ের উচিত পিতার অবর্তমানে ছেলের কাছে পিতার গুণকীর্তন করতে হবে। 

আবার পিতা-মাতার  উচিত  ছেলের কাছে স্বামী স্ত্রীর ঝগড়া না করা।তাহতে  সু-সন্তান পৃথিবীতে ভরে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...