পরম দয়ালু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাতি পরমপূজ্যপাদ শ্রীশ্রী দাদার 88 তম জন্ম দিবস আজ ইংরেজি 21/10 /2020।
আজ একটি বিশেষ দিন এই বিশেষ দিনে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে দেওঘরে।কিন্তু বর্তমান পরিস্থিতি খারাপ হওয়ার জন্য সমস্ত কিছু অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।
আচার্যদেব শ্রীশ্রী দাদা বললেন আগামী বৎসর সবকিছু ঠিক হয়ে যাবে। 2021 সালের শ্রীশ্রী দাদার শুভ 89 তম জন্মদিন আমরা সকলে দেওঘরে থেকে আনন্দ উৎসবে মাতো হারা হয়ে থাকতে পারবো বলে আশা করি।
আচার্য দাদা কারো নিন্দা করতে বারণ করলেন। শ্রীশ্রী দাদা বললেন কেউ খারাপ এ কথা বলতে নেই। তার যে ভালো গুণ টুকু আছে সেইটুকু আমরা নেব। লোকের খারাপ দেখলে সেই দোষ নিজের উপর আসে।
আচার্যদেব শ্রীশ্রী দাদা নাম ধ্যানে জন্য জোর দিতে বললেন।শ্রী শ্রী দাদা বললেন নিষ্ঠার সঙ্গে নাম ধ্যান করলে আমাদের নিজের ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। একাগ্রভাবে নাম ধ্যান করলে লক্ষ্য স্থির থাকার ক্ষমতা বাড়ে।
আজ আমরা বাড়িতে বসেই পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাতি পরমপূজ্যপাদ আচার্যদেব দাদাকে স্মরণ করে দিন কাটাতে হল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন