বুধবার, ৭ অক্টোবর, ২০২০

কলকাতার এক অদীক্ষিত জমিদারের জীবন রক্ষার কথা


 কলকাতার এক বিখ্যাত জমিদার তিনি এক ঋত্বিক দাদার বারবার যাজনের  পর  সপরিবারে পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম দেওঘরে  যাওয়ার সিদ্ধান্ত নিলেন।       
                                                        ওই জমিদার সপরিবারে নিজে গাড়ি নিয়ে দেওঘরের উদ্দেশ্যে রওনা হলেন। কিছুদুর যাওয়ার পর যখন রাত্রি বারোটা বাজছে তখন তার গাড়িটি যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তখন অনেক রাত্রি হয়েছে মেকানিক নেই। অগত্যা সেই জায়গায় সকাল হওয়া পর্যন্ত ওই গাড়িতে কাটাতে হলো।                                               ওই জমিদারের লোক যখন গাড়ি সারানোর জন্য মেকানিক  নিয়ে এলেন তখন ওই মেকানিক জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় যাচ্ছিলেন বলুন তো? তখন ওই জমিদার বিদ্রূপের  সঙ্গে জানালেন অনুকূল চন্দ্রের আশ্রম দেওঘর।                                                                                       তখন ওই মেকানিক বললেন তাই আপনারা রক্ষা পেলেন।                             তখন ওই জমিদার সবিস্তারে ওই মেকানিকের কাছে জানতে চাইলেন কী ঘটনা ঘটেছিল। তখন ওই মেকানিক বললেন আপনাদের গাড়ি কখন খারাপ হয়েছিল? তখন ওই জমিদার বললেন রাত্রি বারোটার পাশাপাশি।                                                                                                                                                তখন ওই দাদা বললেন রাত্রি বারোটার পর থেকে ভোর 3 টা পর্যন্ত ছিনতাই হয়েছে। ঐই সময় যত গাড়ি গেছে  প্রত্যেকে টাকাপয়সা এমনকি মার ধোরা হয়েছে। কিছু মানুষ হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছেন। তখন ওই কলকাতা জমিদার বাবু ঠাকুরের কথা বুঝতে পারলেন।                                           পরম পূজনীয় বাবাই দা তাই বললেন কেও যদি অদীক্ষিত হয়  পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম দেওঘর এলে তারও অকল্যাণ হয় না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...