বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

এক কৃপণ মায়ের কথা

 



পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ দীক্ষায় দীক্ষিত যারা। তারা প্রত্যেকেই জল গ্রহণের পূর্বে পরম পিতার ভোগ হিসাবে যৎকিঞ্চিৎ কাঞ্চন মুদ্রা ইস্ট ভৃতি নিবেদন করি। বেশিরভাগ মানুষ টাকা-পয়সার উপর লোভ বেশী। তাই সৎ দীক্ষায় দীক্ষিত যারা  ঠাকুরের ভোগ হিসাবে প্রত্যেকেই নিবেদন করেন।।                                                                   একদিন এক সন্ন্যাসী এক গৃহস্থের বাড়িতে ভিক্ষা নিতে যান।কিন্তু সন্ন্যাসী যতবার ভিক্ষা চেয়েছেন ওই বাড়ির মা কিছু অজুহাত দিয়ে ভিক্ষা দেননি।            ওই মাটি যখন বারবার ব্যস্ততাই দেখাচ্ছেন তখন ওই সন্ন্যাসী বললেন আপনার বাড়িতে রান্না হয়।। ঐ মা টি বললেন তা হবে না কেন? প্রত্যহ রান্না হয়। তখন ঐ সন্ন্যাসী বললেন আপনার বাড়িতে উনুনে যে ছাই হয়েছে তা আমাকে দেন।            তখন ওই মা বললেন ওই উনুনের ছাই আপনার কী কাজে লাগবে? তখন ঐ সন্ন্যাসী বলল  আমার কিছু কাজে লাগবে না তোমার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। তখন ঐ মা সমস্ত কথা জানতে চাইলেন। তখন ওই সন্ন্যাসী বললেন কাউকে কিছু না দিয়ে দিয়ে আপনি কোন conjugate  হয়ে গেছেন। আপনার গর্ভে যে সন্তান জন্ম গ্রহন করবে  সেও conjugated হয়ে যাবে। ফলে আপনার বার্ধক্য সময়ে আপনাকে আপনার সন্তান দু মুঠো ভাত দেবে না। তাই আপনিও উনুনের ছাই যদি আমাকে দেন আপনার দেয়ার হাত খুলে গেলে।আপনার গর্ভে যে সন্তান হবে সে আপনার ভাত কাপড়ের দায়িত্ব নেবে। এই বলে সন্ন্যাসী সেখান থেকে চলে গেলেন।                                                  তাই আমরা পরমপিতা কে ভোগ নিবেদন করি ইষ্টভৃতির মাধ্যমে যাতে আমাদের বার্ধক্য জীবন  ঐ মা টির মতো কাটাতে না হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...