মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

করোনাভাইরাস

 করোনাভাইরাস থেকে বাঁচতে আমাদের কি করা দরকার                                                                 পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র  দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যেসব বিধান দিয়েছিলেন         আজ হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেই সব বিধান দিয়ে চলেছেন পরম দয়ালু শ্রী শ্রী ঠাকুর বললেন অজ্ঞাত কুলশীল ব্যক্তির হাতে কিছু খেতে নেই তার জন্য সপাক  শ্রেয় অর্থাৎ নিজ হাতে রান্না করে খাওয়াই শ্রেষ্ঠ শ্রী শ্রী ঠাকুর বললেন পরের জামাকাপড় গামছা ব্যবহার করা যাবে না এমনকি এক পাততে আহার করা যাবে না   ৷                       শ্রী শ্রী ঠাকুর বললেন কেউ হয়তো সহনশীল অর্থাৎ রোগ বহন করে নিয়ে যায় তার রোগ না হলে অন্যকে ছড়িয়ে দেয় পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর বলছেন আমার হাত ধোয়া অভ্যাস অনেকদিন থেকে কেউ হয়তো পেপারটি নিয়ে আমাকে দিয়েছে তার কুষ্ঠ কেউ টাকা পয়সা দিলো তার কোন ছোঁয়াচে রোগ আছে  তাই আমি সব সময় হাত ধুতাম আজ হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেই কথা বলছেন                                                  আরো কিছু নিয়ম আমাদের পালন করতে হবে        ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য ঠাকুর বাড়ি থেকে কিছু নির্দেশ এসেছে                                     যেমন প্রত্যহ একটু করে কাঁচা হলুদ খেতে হবে        পাতিলেবুর রস খেতে হবে                                      প্রত্যহ খাবারে পেঁপে থাকা বাঞ্ছনীয় 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...