শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

বড়মা আদ্যা শক্তি নারায়নী হওয়ার ঘটনা


 পরম পূজনীয়া বড়মা কি করে আদ্ধাশক্তি নারায়নী । বড় মায়ের রান্না ঘরে কাজ করে দিতেন মা ভবতারিণী বলে এক মা।                                         মা ভবতারিণী কে কেন্দ্র করে এই ঘটনার উৎপত্তি।    একদিন ভবতারিণী মা ভাবছেন আমিতো অনেকদিন ঠাকুর বাড়িতে আছি।শ্রী শ্রী ঠাকুরের অনেক অলৌকিক ক্ষমতা আছে।কিন্তু বড়মাকে দেখছি এবং তার সঙ্গে থাকছি কিন্তু তার মধ্যে কোনো অলৌকিক কিছু  আছে বলে আমার মনে হয় না।                                                                    এরকম ভাবতে ভাবতে তিনি ঠাকুরের ঘর থেকে নিচে নেমে আসছেন রান্নাঘরের দিকে।ভবতারিণী মা দেখলেন শ্রী শ্রী বড়মা সিঁড়ি দিয়ে উপরে উঠেছেন।                                                                ভবতারিণী মা দেখলেন -রান্না ঘরে শ্রী শ্রী বড়মা পিড়ার উপরে বসে । বড়মাকে এইভাবে দেখে ভবতারিনী মা মাথা ঘুরে পড়ে অচৈন্য হয়ে গেলেন।     বড়মা ভবতারিণী মা কে  সঙ্গে সঙ্গে জল ছিটিয়ে দিলেন।ভবতারিণী মায়ের জ্ঞান ফিরে এলে বড়মা বললেন তোর কি হয়েছে?ভবতারিণী মা একটি কথাই বারবার বলতে থাকলেন আদ্ধাশক্তি নারায়নী। এই কথা বড়মার কথা উঠলেই তিনি বারবার বলতেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...