সোমবার, ১৭ আগস্ট, ২০২০

ঠাকুরের কাছে কিভাবে কিছু চাইব

 


এক রাজা ছিলেন।ওই রাজার একটি গুনগ্রাহী চাকর ছিল।তার নাম ছিল ভজ।                                ওই রাজার বাড়িতে আনন্দের মুহূর্ত তৈরি হয়েছে।ওই রাজার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে।      রাজা ও রানী ঠিক করলেন।এই শুভ ক্ষনে আমার রাজ্যে যত পজা আছে।সবাইকে কিছু না কিছু দান করব।রাজার লোক পাঠিয়ে ঢেঁড়া পিটিয়ে বলতে বললেন যে সবাইকে কিছু দান করা হবে সবাই যেন উপস্থিত হন।সেই সুসংবাদ শুনেই প্রত্যেক প্রজা দান নিতে চলে এলেন।                                           এদিকে রানীর খেয়াল হলো তাদের বিশ্বস্ত চাকর দান গ্রহণ করেননি।                                               রানী তখন রাজার কাছে ভজ ওকে কিছু দেয়ার জন্য বললেন।                                                        সেই সময় রাজা ভজকে ডেকে পাঠালেন।রাজা বললেন সবাই কিছু না কিছু দান নিয়ে বাড়ি গেছে।  তুমি কেন কিছু নাওনি।তুমি চেয়ে নাও তোমার কি দরকার।ভজো তখন বলল প্রভু আপনার দয়ায় আমার সব আছে তাইআমি কিছু চাইনি।রানী তখন অনুনয়-বিনয় করলে বললেন ভজা তোমাকে কিছু নিতেই হবে।                                                          ভজো কিছু নিতে চাইছে না রাজা রানী কিছু না দিয়ে ছাড়বেন না।ভজ তখন বলল একান্তই যদি কিছু দিতে হয় তাহলে আমার একটি চাওয়া আছে।এই গরিবের বাড়িতে রাজা মশাইয়ের  পায়ের ধুলো পড়ে।                                                                     রাজা যখন খুশি হয় অনুমতি দিলেন।তিনি তার মন্ত্রী কে বললেন ভজর বাড়িতে যাওয়ার জন্য ব্যবস্থা করার।মন্ত্রীমশায় বললেন আপনিতো যাবেন বলছেন ভজর বাড়িতে কিন্তু ওখানে যাবার মতো কোনো রাস্তা নেই।সেই শুনে রাজামশাই ভজর বাড়ি থেকে রাজবাড়ী পর্যন্ত রাস্তা করার অনুমতি দিলেন। রাজামশাই মন্ত্রীকে বললেন রাস্তা হয়ে গেছে চলুন ভজন বাড়ি যাওয়া যাক।                                        মন্ত্রী সে কথা শুনে বললেন এখনো যাওয়ারও অসুবিধা আছে।রাজা বললেন রাস্তা ছিল না রাস্তা তো হয়েছে আর কি অসুবিধা আছে।মন্ত্রীমশায় বললেন ওর বাড়িতে যাবেন ওর তো কোন বাড়ি নেই।আপনি কোথায় গিয়ে উঠবেন।রাজামশাই সে কথা শুনে ভজন পাকা বাড়ি করার নির্দেশ দিলেন।বাড়ি যখন হয়ে গেল তখন মন্ত্রী মশাই কে বললেন এবার এই বার চলুন ভজর বাড়ী যাওয়া যাক।রাজামশাই-এর কথা শুনে মন্ত্রীমশাই বললেন এখনো অসুবিধা আছে। আপনিতো ভজন বাড়ি যাবেন বলছেন ভজর বাড়িতে কেউ থাকেনা।আপনাকে আপ্যায়ন  করবে কে।রাজা সে কথা শুনে মন্ত্রী মশাই কে বললেন ভজর জন্য একটি সুযোগ্য পাত্রী ঠিক করে ভজন বিয়ে দিয়ে দিন।রাজামশাই-এর কথামতো ভজর সুন্দরী শিক্ষিতা নারীর সঙ্গে ভজন বিবাহ হলো।তখন রাজামশাই মন্ত্রীকে বললেন চলুন এরপর ভজবাড়িতে যাওয়া যাক।মন্ত্রীমশাই বললেন আর কোনো অসুবিধা নেই এরপর যাওয়া যাবে।                                             প্রত্যেকের এই চাওয়াই দরকার।একটি চাইলেই যে অন্য সকল গুলি পাওয়া যায়।পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সত্যানুসরণ এ বলা আছে এই কথা। তাই আমাদের প্রত্যেকের উচিত এরকম চাওয়া যাতে এক চাইলেই  সবকিছু হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...