মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

রামচন্দ্রের বনবাস এর সময় বিশেষ ঘটনা


কেরল এবং কুরগের ছিল জ্ঞাতি  বিরোধ এক সময় লক্ষণ ঘুরতে ঘুরতে কুরগ  থেকে কেরলে পৌঁছালেন ,          সেই সময় লক্ষণের মনে হল বাবা  খুব বোকা বিমাতার কু পরামর্শে দাদাকে বনবাসে পাঠালেন, এবং আমিও খুব বোকা দাদার সঙ্গে  বনবাসে চলে এলাম, পরক্ষণে তিনি যখন ফিরে গেলেন তখন তার চৈতন্য হলো,                                                         তিনি ভাবলেন দাদা নাই শুনুন আমি তার নিয়ে খারাপ মন্তব্য করেছি, আমি আর এ জীবন রাখব না, তাই তিনি চিতা  সাজিয়ে অগ্নিকুন্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিবেন এই সিদ্ধান্ত যখন নিয়েছেন, রামচন্দ্র তখন সব বুঝতে পারলেন তিনি তখন অগ্নিগিরি বক্ষে তির নিক্ষেপ করে লক্ষণের প্রাণ বাঁচালেন, লক্ষণ প্রভু রামচন্দ্র কে সব কথা খুলে বললেন রামচন্দ্র বললেন এই দুটি জায়গার জন্যই তোমার মনে এ কথা উদয় হয়েছিল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...