বুধবার, ১২ আগস্ট, ২০২০

পিয়াজ রসুন আমিষ না নিরামিষ

 


পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমরা সৎ দীক্ষায় দীক্ষিত তারা অনেকে পিয়াজ রসুন পছন্দ করেন না।বেশিরভাগ মানুষ সাত্ত্বিক আহার পছন্দ করেন।অর্থাৎ সাত্বিক ব্যক্তিরা পেঁয়াজ-রসুন খান না।                                                                   পিয়াজ রসুন না খাওয়ার একটি পৌরাণিক ঘটনা আছে।        যখন সমুদ্র মন্থন হয়েছিল ওই সমুদ্রমন্থনের সময় যে অমৃত উঠেছিল তারা দেবতাদের ভাগ করে দিচ্ছেন মুনহি অবতার।                            সেই সময় রাহুল ছদ্মবেশে ওই অমৃত পান করতে যান সূর্য ও চন্দ্র দেব তা বুঝতে পেরে
মুনহি অবতার কে দেখিয়ে দেন।সেই সময় অবতার রাহুল গলা কেটে দেন।                      ওই রাহুর রক্ত মাটিতে পড়ে।ওই রক্ত থেকে পিয়াজ রসুনের সৃষ্টি হয় বলে জানা যায়।      যেহুতু অসুরের রক্ত থেকে পিয়াজ রসুনের সৃষ্টি তাই ওই পিয়াজ রসুন খেলে অসুরের মত শক্তি এবং প্রবৃত্তি হয় বলে অনেকেই পেঁয়াজ রসুন খান না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...