বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

হার্টকে সুস্থ রাখতে এবং হার্টের কোন রোগ হলে আমাদের ভূমিকা

 হার্টকে সুস্থ রাখতে আমাদের কিছু করণীয় বিষয় _ আমরা পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎ দীক্ষায় দীক্ষিত হওয়ার পর কিছু নিয়ম পালন করে চলি।                                                                       এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সবধ্যান।  সবধ্যান আমরা প্রত্যেকেই জানি।কিন্তু পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ দীক্ষায় দীক্ষিত তাদের সবধ্যান সম্পূর্ণ আলাদা।         

                                    এই সবধ্যানের নিয়ম হলো _রাতে শোয়ার আগে অন্তত পাঁচ মিনিট এই  সবধ্যান করতে হবে। এই সবধ্যান করার সময় মাথার পিছনে শ্রী শ্রী ঠাকুরের যে চক্র ছবি তা মনে করে চক্র ধ্যান  করতে হবে।       তাহলে আমাদের হাটের কোন সমস্যা থাকবে না।                                     আবার যদি কারোও হার্টের সমস্যা থেকে থাকে তা হলেও তা ঠিক করার জন্য এই সবধ্যানের সঙ্গে পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নিজ হাতে তৈরি Cardotone এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।       
                                                            এই Cardotone ব্যবহার করলে হাটের যেকোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।                এই   Cardotone  ব্যবহারের নিয়ম _এই Cardotone প্রত্যহ খালি পেটে কিছু মধুসহ 5 ml   প্রত্যহ সেবন করতে হবে।                                          তাহলে আমাদের যেকোনো হার্টের সমস্যা আর থাকবে না।যেমন হার্টের ভাল্ব বসে যাওয়া,এনজাইনা পেকটোরিস,মায়োকার্ডিয়াম ইত্যাদি রোগের হাত থেকে রক্ষা পেতে পারি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...