রবিবার, ৩০ আগস্ট, ২০২০

উত্তরাখন্ডের ভূমিকম্পের 30 জন মায়ের জীবন রক্ষার ঘটনা

 


আজ থেকে অনেক দিন আগের ঘটনা।উত্তরাখণ্ডে আই সি এস (ICS) ট্রেনিং এর জন্য 30 জন মা গিয়েছিলেন।                                                         ঐ মাদের মধ্যে একজন মা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎদীক্ষায় দীক্ষিত এক মায়ের প্রত্যহ যজন যাজন ইষ্টভৃতি পরায়ন হয়ে চলা এক মায়ের ঘটনা।                                            6 মাস আগে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎ দীক্ষা নিয়ে ওই ট্রেনিংয়ের জন্য যান।         তখনকার দিনে মোবাইলের এত প্রচলন ছিলনা।   ঐদিন ওই 30 জন মা ট্রেনিং এর কাজ একটি উত্তরাখণ্ডে গ্রাম পরিদর্শন করেছিলেন। সেই সময় ওয়ারলেস এর মাধ্যমে জানতে পারলেন আজ উত্তরাখণ্ডে ভূমিকম্প হবে।                                     এবং বৃষ্টির সম্ভাবনা আছে।সেদিন ছিল আমাবশ্যা রাত্রি। সেদিন সন্ধ্যা হয়ে এসেছে সবার কাছে যা খাবার ছিল তা নিয়েই একটি প্রাইমারি স্কুল ঘরে সবাই আশ্রয় নিলেন।                                               হঠাৎ করে মাঝ রাত্রিতে পরম দয়াল শ্রীশ্রী ঠাকুরের সদ দীক্ষায় দীক্ষিত মা টির পা টি হঠাৎ করে নাড়া দিয়ে ওঠে।ওই মাটির তখন ঘুম ভেঙে যায়।ওই মাটি তখন দেখতে পান পায়ের  সামনে আলো পড়েছে সেই আলোতে দেখা যাচ্ছে একটি কাল কেউটে সাপ সামনে দাঁড়িয়ে আছে।                 তখন ওই মাটি সকলকে ডাকাডাকি করে সাপ সাপ বলে সবাইকে বাইরে বার করে নিয়ে যান।কখন বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে।বাকি মা রা ওই দীক্ষিত মাটিকে বলছেন এই বৃষ্টিতে ভিজছি শুধুমাত্র ঐ শাপের জন্য।                                        কিছুক্ষণ পর খুব জোরে একটা শব্দ হলো অমাবস্যা রাত থাকার জন্য সেখানে কিছু দেখা যাচ্ছিল না তারপর সে দিন বৃষ্টির  জন্য ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ ছিল না।                                           কিছুক্ষণ পর দেখা গেল যে স্কুল বাড়িতে ওই মায়েরা ছিলেন সেই বাড়িটি সম্পূর্ণরূপে ভেঙ্গে পড়েছে।                                                                 এই মা টি পরে চিন্তা করলেন ওই অমাবস্যা রাত্রিতে বিদ্যুৎহীন গ্রামে আলো হলো কি করে।             ওই মা তখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দয়ার কথা বুঝতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...