বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

মুসলিম মায়ের জীবন রক্ষা



 কিছুদিন আগের ঘটনা।এক ধনী পরিবারের একমাত্র কন্যা ছিল। সেই মেয়েটি ছিল ব্লাড ক্যানসারে আক্রান্ত                                                   একদিন এক ঋত্বিক দাদার ঠাকুরের যাজন শুনে ওই ব্লাড ক্যান্সার রোগীর বাঁচার তাগিদে সদ দীক্ষা নিতে চাইলেন।                                                             শ্রী শ্রী ঠাকুর বললেন  _কেউ যদি যজন যাজন ইষ্টভৃতি পরায়ন হয়ে চলে তাহলে তার অকাল মৃত্যু হয়না।এই কথা ঋত্বিক দাদার এই আলোচনা শুনে ওই ব্লাডক্যান্সারে আক্রান্ত মা টি  পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওয়া সৎনামে দীক্ষিত হলেন   ।                                                                           এদিকে ব্লাড ক্যান্সার রোগী অবস্থা খুবই খারাপ।একদিকে তার রোগ অন্যদিকে তার পরিবারকে নিয়ে অশান্তি।কেননা হিন্দুদের ঠাকুরকে মুসলিমরা গ্রহণ করেছে বলে।বাড়ির লোক অনেক চেষ্টা করোও ওই ব্লাড ক্যান্সার রোগী টির ইস্টভৃতি করা ছাড়াতে পারেন নাই।                                      একদিন টেস্ট করে বললেন একটি মেজর অপারেশন করে ওই রোগীকে সম্পূর্ণ সুস্থ করা যাবে এই বলে প্রচুর টাকার বিনিময় একটি বেসরকারি হাসপাতালে ওই রোগীকে ভর্তি করা হয়।                  ওই ডাক্তারদের একজন বললেন রোগীর কাছে কোন টাকা পয়সা রাখা যাবেনা।এই কথা শুনে বাড়ির লোক খুব আনন্দিত হলো তারা অনেক চেষ্টা করোও পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ইস্টভৃতি ছাড়াতে পারেন নাই।কিন্তু ডাক্তার সেই কাজ সম্পন্ন করেছে ।                                            ওই মাটি তখন অনেক অনুনয় বিনয় করল।কিন্তু ডাক্তারবাবু  তার পয়সা সব বাড়ির লোকের হাতে দিয়ে দিয়েছিলেন।                                                  ওই মাটি তখন কান্নাকাটি করে বললেন ঠাকুর আমি ইষ্টভৃতি কি দিয়ে করব  । ভোর বেলায় অপারেশন করার আগেই মাটি দেখলেন আমার কাছে তো কিছুই নেই আমি কি ইষ্টভৃতি করব। তখন একটি মগে জল দেখতে পেয়ে  তা দিয়েই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ইষ্টভৃতি করলেন।                      কিছুক্ষণ পর অপারেশন শুরু হল।ঐ মা টি অপারেশন টেবিলে মারা গেলেন।তখন বাড়ির লোক টাকা ও বাড়ীর মেয়েকে ফেরতের কথা বলতে লাগলেন। কিছুক্ষণ পর হসপিটালের এক কর্মী দেখেন ওই মা টির জ্ঞান ফিরে এসেছে।             এই হল পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎদীক্ষা ও ইষ্টভৃতির ফল।                                      শ্রী শ্রী ঠাকুরের বাণী তে আছে _ যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি।                                                                

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...