সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের টাওয়ার ঘড়ি সৃষ্টির ইতিহাস

 যুগ পুরুষোত্তম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম দেওঘরে গেল মেন গেট থেকে একটু দূরে পাবলিশিং হাউস এর কাছে একটি স্তম্ভ দেখা যায়। 

  এই স্তম্ভটির উচ্চতা 60 ফুট এই স্তম্ভে যে ঘড়ি টি আছে তাকে কেন্দ্র করেই ঘটনার সুত্রপাত।  একদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শিষ দাকে  ডেকে বললেন সিমেন্ট গুলো অনেক দিন আছে নষ্ট হয়ে যাবে।আপনি যে কোন উপায়ে টাওয়ার ঘড়িটি তৈরি করে ফেলুন। শীষদা ইঞ্জিনিয়ারদের ডেকে বললেন ওই টাওয়ার ঘড়ি তৈরির কথা।তারা প্রত্যেকেই বললেন ওই টাওয়ার  ঘড়ি একদিনে তৈরি করা যাবে না।                                                                                              শ্রী শ্রী ঠাকুর বললেন তা হবে না এক দিনেই করতে হবে ।  ইঞ্জিনিয়াররা দেখে বললেন একদিন এই খুব বেশি হলে দশ ফুটের বেশি পড়া যাবে না।   কিছুদিন পর আবার শীষ দাকে ওই ঘড়ি তৈরির কথা বললে শীষদা বললেন একদিনে ওই ঘড়ি তৈরি হবে না বলে চলে গেলেন।                                                         এরপর শ্রী শ্রী ঠাকুর খগেন দা কে ডেকে বললেন এই ঘড়ি করা যায়।খোকনদা বললেন ঠাকুর ইঞ্জিনিয়াররা যখন বারণ করেছে তখন একদিনে করা যাবে না আমিও মার খাবো আপনিও খারাপ হবেন।                                                                                                                                                          শ্রী শ্রী ঠাকুর বললেন আজই ভোর থেকে শুরু করতে হবে কাজ লোকজন সব রেডি করুন ।খগেন দা ঠাকুরের কথা মত  লোকজন তৈরি করলেন।        তাদেরকে রাত্রিবেলায় আনন্দবাজার প্রসাদ খাইয়ে ভোর থেকে কাজ শুরু হল।শ্রী শ্রী ঠাকুর অস্থির  হয়ে পড়েছেন।এক জন লোক পাঠিয়ে খবর নিচ্ছেন।সকাল ছটার মধ্যে নিচের 6 ফুট ঢালাই হয়ে গেছে।সকাল আটটার মধ্যে উপরে আরো ছোট হয়ে গেছে ঢালাই।                                                   এদিকে শ্রী শ্রী ঠাকুর খগেন দা কে সব বুঝিয়ে রেখেছেন শীষদা এলে কি বলতে । শীষদা এসে হাজির তিনি ঘড়ি তৈরি হচ্ছে দেখে রেগে খাপ্পা হয়ে গেলেন।খগেন দা কে নিয়ে ঠাকুরের কাছে গেলেন।শ্রীশ্রী ঠাকুর খগেন দাকে বললেন তুমি শীষকে বলনি।শ্রী শ্রী ঠাকুর বললেন শীষদা খগেন দা আমাকেও বলেনি আপনাকেও বলেনি।খগেনদা ঠাকুরের শিখানো মত কথাগুলি বলতে শুরু করলেন খগেন দা  বললেন ঠাকুর অনেক কষ্টে সিমেন্ট জোগাড় করেছি নষ্ট হয়ে যাবে তাই কাজ শুরু করে দিয়েছি আমাকে জুতা পিটা করুন ঠাকুর।                                                                                                               শ্রী শ্রী ঠাকুর বললেন যা করেছ এখন শীষ দাকে নিয়ে বাকি কয়টি শেষ করুন।শীষদা রেগে বললেন ওই ঢালাই পড়ে যাবে যে কাজ শুরু করেছে সেই করুক আমি পারবো না বলে চলে গেলেন।শ্রী শ্রী ঠাকুর খগেন দা কে ইশারা করে আরো কাজ শুরু করতে বললেন।   ঠিক দুপুর দুটোর সময় কাজ শেষ করে খগেন দা শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলেন।শ্রী শ্রী ঠাকুর খগেন দা কে জিজ্ঞাসা করলেন এখনো ঢালাই টি আছে তো।খগেন দা মাথা নেড়ে বললেন হে ঠাকুর এখনো আছে।শ্রী শ্রী ঠাকুর বললেন পরম পিতা রক্ষা করবেন।খগেনদা তখন বললেন আপনার পরমপিতা রক্ষা করুন না করুন আমার পরমপিতা যদি রক্ষা না করেন আমার অবস্থা খারাপ।                                                                                                                                  বর্তমানে সংস্কারের পর এর নাম হয় ঘড়িঘর।                                                                                                                 এটি তৈরি হয়েছিল 1946 সালে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...