বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস

 পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎ দীক্ষায় দীক্ষিত প্রত্যেকটি মানুষ এই এই কথাটি সকলেই জানেন।                                                      আমরাও যদি সৎ মানুষের সঙ্গে থাকি আমাদের প্রকৃতি সৎ হবে।কিন্তু আমরা অসৎ মানুষের সঙ্গে থাকি আমাদের প্রকৃতি অসৎ হবেই।                       এই ঘটনাকে কেন্দ্র করে একটি কৌতুকের ছলে সৎ সঙ্গে স্বর্গ বাস তা ব্যাখ্যা করা হয়েছে ।                    একটি গোবরে পোকা ও একটি ভ্রমর  পকার মধ্যে খুবেই ভাব।তারা কিছু সময়ের জন্য একে অপরের ভালো মন্দের খবরা খবর নিত।একদিন ভোমর পোকা গোবর পোকাটিকে বলল বন্ধু  তুমি পত্যহ গোবরে থাক,গোবর খেয়ে থাক।তুমি আজ আমার সঙ্গে চলো আজ গোবর খেতে হবে না।তুমি আমার মত ফুলে ফুলে মধু খাবে চলো।সেই কথা শুনে গোবরে পোকা টি ওই ভ্রমর প্রকার সঙ্গে মধু খেতে গেল।                                                           ভ্রমর পোকাটি মধু খেয়ে বাড়ি যাবে বলে ঠিক করল সে গোবরে পোকার টিকেও বাড়ি যাওয়ার কথা বলল।কিন্তু গোবরে পোকা প্রথম দিন মধু বেশি খাওয়ার জন্য ওই ফুলের ভিতরেই বিশ্রাম নিল।ভ্রমর পোকাটিকে বাড়ি যেতে বলল।এদিকে ওই গোবরে পোকা টি যে ফুলে বিশ্রাম  নিচ্ছিল সেই ফুলটি রাত্রিতে পাপড়িগুলি গুটিয়ে গেছে। পরের দিন সকালবেলায় মালি এসে নিত্য পূজার জন্য ফুল তোলার সময় ওই গোবরে পোকা থাকা ফুলটি তুলে নিয়ে যায়।তখন দিনের আলো ফোটায় ফুলটি আবার পাপড়ি গুলো । গোবরে পোকা এখন লক্ষ্য করে সে দেবতার পদতলে আশ্রয় পেয়েছে।সে যদি ভ্রমর পকার কথা না শুনছো তাহলে দেবতার পায়ে জায়গা হতো না।তাকে গোবর খেয়ে দিন কাটাতে হতো।                                                                         গোবরে পোকা কি ভাবল সৎ এর ছিলাম বলে আজ আমি দেবতার পদতলে আছি।                       ফুল বিভিন্ন কাজে ব্যবহার হয়।শবদেহ কাজে ফুল ব্যবহার হয়।আবার দেবতার পূজায় ফুল লাগে।        তাই আমি সৎ ভ্রমর পকার  সঙ্গে  ছিলাম বলে দেবতার পায় আশ্রয়  পেয়েছি।                                তাই আমাদের প্রতি প্রত্যেকের সৎ আশ্রয় নেয়া । পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বলা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস প্রতি প্রত্যেকের মনে রাখা দরকার।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...