মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

সাওতাল ভক্তের কথা


 পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের সৎদীক্ষায় দীক্ষিত যারা তাদের প্রত্যেকের জল গ্রহণের পূর্বে ঠাকুরের ভোগের জন্য ইস্ট ভৃতি হিসাবে কিছু অর্ঘ্য তুলে রাখতে হয় ।                                                      শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক সাঁওতাল ভক্ত ছিল।ওই ভক্তের সামর্থ্য জমছিল না ইষ্টভৃতি করার মত।একদিন ওই সাঁওতাল ভক্ত ঠাকুর এর কাছে যান।শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সব জানতেন ঐ  ভক্ত ইস্ট ভৃতি করেনা।শ্রী শ্রী ঠাকুর ওই ভক্তকে বললেন আপনি কি ইস্ট ভৃতি  করেন? ওই ভক্ত টি বললেন আমার দিনান্তে দিন চলে।ইষ্টভৃতি কিভাবে  করবো ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর বললেন বাড়িতে প্রতিদিন রান্না হয়।ওই সাঁওতাল ভক্ত টি  বলল তা হয় ঠাকুর ।শ্রী শ্রী ঠাকুর বললেন রান্নার পর উননে যে ছাই হয়  তা দিয়ে ইষ্টভৃতি করবেন এবং সেটি 30 দিনে ঠাকুরের কাছে পৌঁছে দেবেন।                          ঠাকুরের কথামতো তাঁর স্ত্রীকে বলে ঠাকুর বলেছেন ছাই দিয়ে ইষ্টভৃতি করার কথা। ঠাকুরের কথামতো পরের দিন থেকে উনুনের ছাই দিয়ে ইষ্টভৃতি  শুরু করল। ঠিক 30 দিনের দিন ঠাকুরের কাছে ওই সাঁওতাল ভক্ত টি ঠাকুর বাড়িতে পৌঁছায়।শ্রী শ্রী ঠাকুর কে বললেন ঠাকুর আমার ইষ্টভৃতি 30 দিন হয়েছে।অনেক ছাই হওয়ায় লোকে কিছু বলবে ভেবে ঐ ছাই নিয়ে  আসতে পারিনি। ঠাকুর বললেন ঠিক করেছেন।আপনার বাড়িতে কোনো ফাঁকা জায়গা আছে। ওই সাঁওতাল ভক্ত টি  বলল আছে ঠাকুর।ঠাকুর বললেন ওই ছাই ওই ফাঁকা জায়গায় মাটির সঙ্গে মিশিয়ে মান কচুর চাষ করুন। সে চিন্তা করছে মান কচু কোথায় পাব।শ্রী শ্রী ঠাকুর বললেন আমি মান কচুর চারা দিচ্ছি আপনাকে।সেই মান কচু দিয়ে চাষ করুন।                                                ঠাকুরের কথামতো মান কচুর চাষ করল ভক্ত টি  খুব ভালোভাবে মান কচু হলো।ওই ভক্ত টি একটি মান কচু নিয়ে ঠাকুরের কাছে গেলেন।ঠাকুর খুব খুশি হলেন।শ্রী শ্রী ঠাকুর বললেন এ মান কচু কার।ওই সাঁওতাল ভক্ত টি  বলল  আপনার ঠাকুর। ছাইও আপনার আমিও আপনার । শ্রী শ্রী ঠাকুর বললেন মান কচু বিক্রি করে একটি নতুন ব্যবসা শুরু করুন তারপর যা মুনাফা হবে তা দিয়ে ইষ্টভৃতি  করবেন।ঠাকুরের কথামতো ব্যবসা করে তার প্রচুর মুনাফা হলো সে ইস্ট ভীতি  শুরু করলো।পরম দয়ালের দেওয়া মান কচু ও তার এই ইষ্টভৃতি করার ছাই ব্যবসার উন্নতির সহায়ক হলো।                     পরম দয়াল শ্রীশ্রী ঠাকুরের কৃপায় আমরা প্রত্যেকেই ইষ্টভৃতি পরায়ন হয়ে চললে আমাদেরও লাভ হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...