বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মানিকপুরে বনভোজন উৎসবের পেক্ষাপট

 

আজ থেকে অনেকদিন আগে কার ঘটনা।পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জৈষ্ঠ পুত্র পরম পূজনীয় শ্রীশ্রীবড়দাকে নিয়ে মানিকপুরে বেড়াতে যান।শ্রীশ্রী ঠাকুর বড়দাকে  বললেন এই মানিকপুরে যদি একদিন খাওয়ার ব্যবস্থা করা হয় ।  সেদিন ছিল বাংলার 1375 সন।

                      আরো বেশ কিছুদিন পর শ্রী শ্রী ঠাকুর বড়মা ও শ্রী শ্রী ঠাকুরের জৈষ্ঠ কন্যা সান্তনা মৈত্র কে সঙ্গে নিয়ে মানিকপুর এ যান।ঠাকুরের জৈষ্ঠ কন্যা সান্তনা মৌত্রের ওই মানিকপুর খুব ভালো লাগে।তিনি শ্রী শ্রী ঠাকুর কে একদিন ওখানে উৎসব খাওয়ার জন্য বললেন।   ঠাকুর ও বড়মা দুজনেই রাজী হলেন।                                                           সেদিন ছিল 9 জানুয়ারি।শ্রী শ্রী ঠাকুরের কথা মত শ্রীশ্রীবড়দা বাড়িতে রাঙ্গা বৌদি তত্ত্বাবধানে সব আয়োজন করা হলো।                                            মানিকপুর থেকে দু ফারলং দুরে সরকারি রির্জাফ ফরেস্ট দুতাবাঁধে ঐ খানে রান্না করে খাওয়ার ব্যবস্থা করা হল।অনেক নর নারী উপস্থিত হলেন।        কিছূ খন পর ঠাকুরের  অসুস্থ লাগার জন্য  ঠাকুরকে  দেওঘরে নিয়ে যাওয়া হয়। ঠাকুরের জন্য ঠাকুর ভোগ দেওঘরে পাঠানো হয়।বাকীরা মানিকপুরে থেকে উৎসব পালন করেন।                    সেই দিন থেকে প্রতি বছর 9 জানুয়ারী বনভোজন হয়ে থাকে।             

                                         

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...