সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

পুত্রবধূকে আপন করার একটি তুক

 


প্রত্যেক বাড়িতে দেখা যায় শাশুড়ি আর বৌমার সম্পর্ক খুব একটা ভালো নয়।তাদের সম্পর্ক অহি-নকুল বা একটা চলতি কথা আছে আদা কাঁচকলা সম্পর্ক।                                                                   এর ফলে বাড়িতে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি ।   

পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্রবধূকে আপন করার জন্য একটি তুক বললেন _শ্রী শ্রী ঠাকুর বললেন পরের মেয়ে বাড়িতে এলেই তাকে আপন করে নিতে হয়।সে যেমন প্রকৃতির হোক না কেন।তাকে সবার কাছে বলতে হবে আমার বউমা মত আর কারো কারোও বৌমা  নেই।যেমন গুনে তেমনি কথাবার্তা সবাইকে আপন করে নিয়েছে।তাহলে সেই যদি খারাপও হয় আস্তে আস্তে সেও ঠিক হয়ে যাবে।                                                     তাছাড়াও কিছুদিন পর সংসারের দায়িত্ব তার উপর নেস্ত্য করতে হবে।যাতে বৌমা নিজের সংসারের কথা ভাবতে পারে।তাহলে সে যদি খারাপ প্রকৃতির ও হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...