রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

মানুষ মৃত্যুর পরে কিরূপে থাকে

 


মানুষ মৃত্যুর পরে কিরূপে থাকে? বা মানুষ সত্যি কি মানুষরূপে আবার ফিরে আসে?                                      পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কে এক গুরু ভাই মৃত্যুর পর মানুষ কিরূপে থাকে তা জানার জন্য জিজ্ঞাসা করলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন কি ভাব নিয়ে মৃত্যুবরণ করে এবং সে ইষ্ট পরায়ন কিনা তার উপর নির্ভর করে কিরূপে থাকবে।                                                      শ্রী শ্রী ঠাকুর বললেন কেও হয়তো খুব ইস্ট পরায়ণ সে মৃত্যুর সময় ভাবছে আমি তো মারা যাবো কিন্তু আমার গরুটি খুঁটিতে বাধা আছে কে তাকে সরাবে। যেহেতু লোকটি ইষ্ট পরায়ণ ছিল সেই সময় গরুর কথা ভাবতে ভাবতে মৃত্যুবরণ করলে ওই ব্যক্তি গরু রূপে  জন্মগ্রহণ করবে ।ইষ্ট পরায়ন থাকার জন্য ওই ব্যক্তি একটি সৎ মিনুষের গৃহে গরু রুপে থাকবে এবং গরুটি ভালো সেবা যত্ন পাবে।ইষ্টমুখি থাকার জন্য পুনরায় মৃত্যুর পর মানুষ রূপে জন্ম গ্রহণ করবে।                                                    কিন্তু যে মানুষ ইস্টো মুখী নয় সে মৃত্যুর সময় যদি ভাবে বাঘ সিংহ কথা তখন সে যেভাব নিয়ে মৃত্যুবরণ করবে সে রুপে জন্মগ্রহন করবে। কিন্তু যেহেতু মানুষটি ইষ্টমুখি ছিলনা সেই জন্য বনে বনে ঘুরে বেড়াবে এবং পশুর  মৃত্যুর পর আর মানুষরূপে ফিরে আসতে পারবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...