সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

তানসেন ও তার গুরু এবং আকবর



 আকবরের রাজসভায় 9 জন গুণী ব্যক্তির সমাদর করা হতো। তাদের নবরত্ন বলা হত।তাদের মধ্যে তানসেন  ছিলেন অন্যতম। তানসেন উত্তর ভারতের একজন বিশেষ সঙ্গীত শিল্পী ছিলেন।তানসেন সংগীতে এত পারদর্শী ছিলেন তা সঙ্গীত শুরু করার সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি ঝরে পড়তো।                             তানসেন আকবর কে খুশি করার জন্য সঙ্গীত পরিবেশন করতেন। এতদিন সম্রাট আকবর মনে কৌতূহলবশত তানসেন কে  বললেন আপনি তো ভালো গান করেন।কিন্তু আপনার গুরুর কাছে আমাকে নিয়ে চলুন আমি তার কাছে গান শুনবো। তানসেন তার গুরুর কাছে আকবর কে নিয়ে গেলেন। আকবর তানসেনের গুরুর কাছে সঙ্গীত শুনে মুগ্ধ হলেন।                                                      আকবর রাজসভায় ফিরে এসে  তানসেন কে বললেন আপনার গুরুর মত আপনি সঙ্গীত পরিবেশন করতে পারেন না কেন?                             তানসেন সব কথা শুনে মহামতি আকবর কে বললেন সঙ্গীত পরিবেশন হয় যে শুনে তার উপর।     
আমি সঙ্গীত পরিবেশন করি আপনার জন্য।আর আমার গুরু সঙ্গীত পরিবেশন করেন ঈশ্বরকে খুশি করার জন্য।সেই জন্যই পার্থক্য।                                শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন হলে তার মাধুর্য বৃদ্ধি পায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুত্র সন্তান লাভ করার তূক

 পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন।  অনেক মায়েদের অনেক দিন বিবাহর পরেও যাদের কোন সন্তা...