এক দাদা আলোচনা প্রসঙ্গে ঠাকুরকে বললেন-ঠাকুর আমি অনেক ডাক্তার দেখিয়েছি বিশেষ করে ডাক্তার কালিদাকে দেখিয়েছি।ডাক্তার কালিদা বলেছেন এই রোগ আর সারবেনা।
এখন কী করবো ঠাকুর? শ্রীশ্রী ঠাকুর বললেন -কতগুলো কাজ করলে চোখ সেরে যেতে পারে।
(1) কৃষ্ণতিল (2) কলা (3) চোখে জলের ঝাপটা (4) চোখে কিছুখন ঢাকা রাখতে হবে।
শ্রীশ্রী ঠাকুর বললেন চোখের যেকোন অসুখ সারাতে এবং চোখকে সুস্থ রাখতে কালো তিল বা কৃষ্ণ তিল প্রত্যহ খাওয়া ভালো।কৃষ্ণ তিল ছাড়া অন্য কোন তিলে ঐ কাজ হবে।
কলা খাওয়ার কথা ঠাকুর বললেন।কলা কিন্তু বীচে কলা বা সরবি কলা হতে হবে।কলা খেলে চোখের যেকোন অসুখ সারাতে এবং চোখের যেকোন রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়।
শ্রীশ্রী ঠাকুর বললেন প্রত্যহ মুখ ধোয়ার সময় খোলা চোখে ঠাণ্ডা পরিস্কার জল দিয়ে চোখে ঝাপটা দিতে হবে।
শ্রীশ্রী ঠাকুর আবার বললেন-চোখে কিছু সময় ঢাকা দিয়ে রাখার কথা বললেন।চোখে ঢাকা দিয়ার সময় মনে রাখতে হবে চোখে ঢাকা খুব আল্গা ভাবে হবে।
চোখের যেকোন রোগ সারাতে পরমপিতা শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা গুলি মেনে চলুন